Home রাজনীতি রাজনৈতিক আশ্রয় ছাড়া হত্যাকাণ্ড ঘটছে না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ
রাজনীতি

রাজনৈতিক আশ্রয় ছাড়া হত্যাকাণ্ড ঘটছে না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

Share
Share


রাজধানীর শাহবাগে আজ শনিবার সকালে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ করেছে, দেশের প্রতিটি হত্যাকাণ্ড, হামলা ও মামলার পেছনে রাজনৈতিক আশ্রয় রয়েছে। তারা দাবি করে, ‘রাজনৈতিক শেল্টার’ ছাড়া বাংলাদেশে এখন আর কোনো অপরাধ সংঘটিত হচ্ছে না।
জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশীদ) বলেন, “প্রতিটি খুন, প্রতিটি হামলা, প্রতিটি মামলার পেছনে কোনো না কোনো রাজনৈতিক ইন্ধন কাজ করছে। এই রাজনৈতিক শক্তি ও আশ্রয়ে গড়ে উঠেছে হিংস্র ও দানবীয় চরিত্র।” তিনি সম্প্রতি রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনা তুলে ধরে বলেন, “ওই হত্যাকাণ্ডের দৃশ্য দেখে মনে হয়েছে যেন বাংলাদেশে আবার আইয়ামে জাহেলিয়াত ফিরে এসেছে। লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য, এসব বর্বরতা এ দেশের সংস্কৃতির সঙ্গে যায় না।”
সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও অভিযোগ তুলেন রশিদুল। তিনি বলেন, “ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্র বাস্তবায়নে দেশের ভেতরে বিভিন্ন গোষ্ঠী সক্রিয়।” তিনি বিএনপির নেতৃত্বের অতীত আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, “এক সময়ের অনেক বিএনপি নেতা আওয়ামী শাসনে ব্যবসা টিকিয়ে রাখতে চুপ ছিলেন। এখন তারাও ফ্যাসিবাদ রপ্ত করতে চাইছেন। কিন্তু বাংলাদেশে আর কাউকে নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি দাবি করেন, তাদের প্রতিবাদ মিছিল ও মতপ্রকাশকে ‘শিবির’, ‘জঙ্গি’, ‘বিএনপিপন্থী’, ‘হাসিনাপন্থী’ কিংবা ‘ছাত্রলীগ’ ইত্যাদি বিভিন্ন ট্যাগ দিয়ে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, “এই ‘ট্যাগিং পলিটিক্স’ আসলে শেখ হাসিনার রেখে যাওয়া কৌশল।”
সংগঠনটির পক্ষ থেকে আজ সন্ধ্যা সাতটায় শাহবাগ মোড়ে একটি মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক মো. ইনামুল হাসান কর্মসূচির ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত ছাত্র ও জনসাধারণকে নিজ নিজ অবস্থান থেকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৮ নভেম্বর পাবনা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী ৮ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন। এর আগে ৬ নভেম্বরের নির্ধারিত সফরটি স্থগিত করে ৮ নভেম্বর পুনঃনির্ধারণ...

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

ভারতের তেলেঙ্গানায় শেভেলা মন্ডলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) সকালে রাঙ্গারেড্ডি জেলার ওই এলাকায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত...

Related Articles

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, লড়বেন হবিগঞ্জ-১ আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ...

মামদানিকে বেছে নিয়ে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে- ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সার্বভৌমত্ব’ হারিয়েছে, কারণ নিউইয়র্কের ভোটাররা জোহরান...

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন...

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম লে. গভর্নর হিসেবে নির্বাচিত হলেন ঘাজালা হাশমি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট...