রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় নুরের চালা প্রাইমারি স্কুলের পাশের একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের চারজন। দুর্ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
এই দুর্ঘটনা ঘটে বুধবার (২ জুলাই) রাতে। দগ্ধরা হলেন, মো. হালিম শেখ (৫০), মো. হানিফ শেখ (২৪), শিউলি বেগম (৪৫) ও রহিমা বেগম (৫০)। তাদের মধ্যে হালিম শেখ ও হানিফ শেখের অবস্থা আশঙ্কাজনক । চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীর প্রায় ৭০ শতাংশের ওপরে দগ্ধ হয়েছে।
জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে রান্না করার সময় চুলায় আগুন দেওয়া মাত্রই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দগ্ধ হন ঐ চারজন। পরে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসা হয় তাদের । ভাটারার নতুন বাজারের নুরের চালা প্রাইমারি স্কুলের পাশে একটি টিনসেড বাসায় ভাড়া থাকতেন তারা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভাটারা থেকে দুই নারীসহ মোট চারজন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন।
তাদের মধ্যে হালিম শেখ ও হানিফ শেখের শরীরের প্রায় ৭০ শতাংশের ওপরে দগ্ধ হয়েছে। আর শিউলি বেগম ও রহিমা বেগমের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালীতেও দগ্ধ হয়েছে।
Leave a comment