রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে । পল্লবীর সিরামিক রোডে শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
গণমাধ্যম কে এ তথ্য জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম।
ওসি শফিউল আলম বলেন, রাত আটটার দিকে দুর্বৃত্তরা পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় । খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন, ‘ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেওয়া হয়েছে । আমাদের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।’
Leave a comment