রংপুরের তাজহাটে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানী নামে এক ব্যক্তি।
নগরীর গলাকাটা মোড়ে রোববার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি। মৃত গোলাম রব্বানী কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তাজহাট থানার তদন্ত ওসি মিলন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন ।
প্রত্যক্ষদর্শী সুমন বলেন, মোটরসাইকেলে আসছিলেন গোলাম রব্বানী। কুড়িগ্রাম-ঢাকা মহাসড়কের গলাকাটা নামক মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে । এতে ঘটনাস্থলেই মারা যান গোলাম রব্বানী। পরে এলাকাবাসী ঘাতক মাইক্রোবাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান।
রংপুর মহানগরী তাজহাট থানার ওসি (তদন্ত) মিলন পাটোয়ারী বলেন, আমরা তাজহাট গলাকাটার মোড়ে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই । মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মারা যান গোলাম রব্বানী । এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a comment