রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এই আলাপ শুরু হয়, যা প্রায় ৯০ মিনিটেরও বেশি সময় ধরে চলে। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প এই আলোচনার মাধ্যমে পুতিনকে ৩০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা করেছেন, যেখানে রুশ বাহিনীর দখলকৃত কিছু এলাকা নিয়ে ছাড় দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এর আগে মার্কিন মধ্যস্থতায় ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হয়, তবে রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে এতে রাজি হয়নি। পুতিন গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধবিরতি হতে পারে, তবে সেটি অবশ্যই মূল সমস্যাগুলোর সমাধানের ভিত্তিতে হতে হবে। ট্রাম্প আলোচনায় ইউক্রেনের কিছু ভূখণ্ড ও জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ রাশিয়াকে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে জানা গেছে। রাশিয়া স্পষ্ট করেছে, তাদের স্বার্থ রক্ষা না হলে তারা যুদ্ধবিরতিতে যাবে না। তিন বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের এক-পঞ্চমাংশ এলাকা দখল করে নিয়েছে এবং নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ডান স্কাভিনো পরে এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে লেখেন, “আলোচনা চলছে,” যা ইঙ্গিত দেয় যে ফোনালাপ দীর্ঘসময় ধরে হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা এই ফোনালাপের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি, তবে আলোচনার মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতির একটি সমাধানে পৌঁছানো।
Leave a comment