ইরানের ফোরদোসহ তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন অভিযান পরিচালিত হয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে ‘পূর্ণ সমন্বয়’ করে।আল-জাজিরা রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, ‘কিছুক্ষণ আগে, আমার ও প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ সমন্বয়ে এবং ইসরায়েলি সেনাবাহিনী ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে পূর্ণ সমন্বয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র।’
নেতানিয়াহু বলেন, ‘এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদের অব্যাহত আক্রমণের পাশাপাশি আরো তীব্র ও প্রচণ্ড শক্তির সাথে হামলা চালিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর ।
ইসরায়েলি এই প্রধানমন্ত্রী আরো বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে বলে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন।
যদিও বরাবরই ইরানের কর্মকর্তারা বলে এসেছেন, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ইরানের এই কর্মসূচি পারমাণবিক শক্তি ও গবেষণার সাথে সম্পর্কিত।
সূত্র: আল-জাজিরা
Leave a comment