উত্তর কোরিয়া, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে । দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে একযোগে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে তিনি । পাশাপাশি ইসরাইলের অব্যাহত যুদ্ধ প্রচেষ্টা ও ভূমি দখলের নীতিকে এই উত্তেজনার জন্য দায়ী করে মুখপাত্র বলেন, পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি ও উৎসাহেই মূলত এসব কাজ করে যাচ্ছে ইসরাইল।
আল-জাজিরার এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা বলেন, ‘ ইরানের ওপর চালানো মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে উত্তর কোরিয়া, যা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থকে সহিংসভাবে পদদলিত করেছে।’
তিনি আরও বলেন, ‘ একযোগে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই উসকানিমূলক ও সংঘর্ষমুখী আচরণের বিরুদ্ধে নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তুলতে হবে।’
Leave a comment