যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে একটি শুল্কমুক্ত মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
শনিবার (৫ এপ্রিল) ইতালির ফ্লোরেন্সে ডানপন্থী দল লিগ পার্টি আয়োজিত এক ভিডিও সম্মেলনে যুক্ত হয়ে মাস্ক বলেন, “উভয় অঞ্চলের জন্যই শুল্কমুক্ত পরিবেশ তৈরি করা উচিত।” তাঁর মতে, ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে যদি একটি কার্যকর মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে ওঠে, তবে উভয় পক্ষই লাভবান হবে।
এই অবস্থান তিনি নিলেন এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইইউভুক্ত দেশগুলোর ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ইটালিও এই শুল্কের আওতায় পড়েছে, যেহেতু দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্তের একটি বড় উদাহরণ।
মাস্ক সম্মেলনে ইতালির ডেপুটি প্রধানমন্ত্রী ও লিগ পার্টির নেতা মাত্তেও সালভিনির সঙ্গে আলোচনায় অংশ নেন। তিনি জানান, ইউরোপ বা উত্তর আমেরিকায় কর্মসংস্থানের সুযোগ চাইলে মানুষ যেন নির্বিঘ্নে কাজ করতে পারে—এমন একটি উন্মুক্ত ব্যবস্থা দরকার।
প্রসঙ্গত, মাস্ক এর আগেও ইউরোপের ডানপন্থী দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ব্রাদার্স অব ইতালি এবং জার্মানির অলটারনেটিভ ফর জার্মানি (AfD) দলকেও প্রকাশ্যে সমর্থন দিয়েছেন তিনি।
অন্যদিকে, ইউরোপীয় নেতাদের কেউ কেউ ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমাতে সচেষ্ট। ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জিওরগেট্টি ইইউ নেতাদের প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইইউর বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্কের প্রতিক্রিয়ায় ইউরোপ ‘সাবধানতা ও সমন্বিতভাবে’ পদক্ষেপ নেবে।
বিশ্লেষকদের মতে, মাস্কের এই অবস্থান ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির ভিন্নমতকে তুলে ধরার পাশাপাশি, ইউরোপের বাজারে নিজের অবস্থানও আরও সুদৃঢ় করার একটি কৌশল হতে পারে।
Leave a comment