যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এক তুর্কি ডক্টরেট শিক্ষার্থীকে গ্রেপ্তার ও তাঁর ভিসা বাতিল করেছে । গাজায় ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের টাফটস বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর নাম রুমেসা ওজতুর্ক (৩০)। বোস্টনের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আইনজীবী মাশা খানবাবাই বলেন , দেশজুড়ে যে প্রবণতা আমরা লক্ষ করছি, তাতে তাঁর (রুমেসা) বাক্স্বাধীনতার অধিকারচর্চাই তাঁকে আটক করার পেছনে ভূমিকা রেখেছে।
রুমেসাকে গ্রেপ্তার ও ভিসা বাতিল করায় বোস্টনের ফেডারেল আদালতে একটি পিটিশন দাখিল করেছেন তাঁর আইনজীবী মাশা খানবাবাই।
রুমেসার সমর্থকেরা বলছেন, ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে বোস্টন থেকে এই প্রথম কোনো অভিবাসী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হলো।
ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সংশ্লিষ্ট থাকায় ট্রাম্প প্রশাসন এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি বংশোদ্ভূত কিছু শিক্ষার্থীকে আটক করেছে বা আটক করার চেষ্টা চালাচ্ছে। অনেকে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে বাক্স্বাধীনতার ওপর আক্রমণ বলে নিন্দা জানিয়েছেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন এক্সে এক পোস্টে বলেন, কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চিত হয়েছে যে ওজতুর্ক হামাসকে সমর্থন করে এমন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এটি একটি বিদেশি ‘সন্ত্রাসী’ সংগঠন, যারা মার্কিনদের মেরে ফেলাকে সমর্থন করে।
Leave a comment