যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় চিনলে বিমানবন্দরের কাছে একটি চিকিৎসা পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানের চার আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বলে নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষ জানিয়েছে।
নিহতরা হলেন দুই পাইলট ও দুই চিকিৎসা কর্মী। তারা একটি হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগী আনতে যাচ্ছিলেন।
এবিসি নিউজ জানায়, বিচক্রাফট কিং এয়ার ৩০০ মডেলের ডুয়েল প্রোপেলার বিমানটি পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান সিএসআই এভিয়েশন। এটি নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে উড্ডয়ন করেছিল এবং চিনলে শহরের ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে একজন রোগী নিয়ে ফেরার কথা ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়, ফলে বিমানের ভেতরে থাকা চারজনেরই মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, “তারা চিনলে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু একটা ভুল হয়ে যায়।” দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
এই দুর্ঘটনার আগে, গত জানুয়ারিতে ফিলাডেলফিয়ায় আরেকটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হন। সে ঘটনায় বিমানের ভয়েস রেকর্ডার কাজ করেনি বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।
Leave a comment