Home জাতীয় অপরাধ যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকদুর্ঘটনাযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

Share
Share

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২১ মে) ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ জাদুঘরের বাইরে এ ঘটনা ঘটে।

সেখানে তারা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২২ মে) এই তথ্য জানিয়েছে ।

সংবাদমাধ্যমটি বলছে, এখনও হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য আসেনি। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দপ্তরের প্রধান ক্রিস্টি নোম নিশ্চিত করেছেন, নিহত দুই ব্যক্তি—একজন পুরুষ ও একজন নারী—ইসরায়েলি দূতাবাসে কর্মরত ছিলেন।

বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউয়িশ

মিউজিয়াম থেকে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় খুব কাছ থেকে তাদের ওপর গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।

বিবিসির মার্কিন অংশীদার সংস্থা সিবিএস নিউজ সূত্রে জানা গেছে, তাদেরকে লক্ষ্য করেই এই হামলা করা হয়েছে, অর্থাৎ এটা ছিল ইচ্ছাকৃত হামলা। হামলার ঘটনায় ‘ইলিয়াস রদ্রিগেজ’ নামের একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। শিকাগো থেকে এসেছেন তিনি এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে “ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেছেন এবং কড়া নিন্দা জানিয়েছেন।

ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে বলেছেন: “ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামে একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় আমাদের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় ও ফেডারেল আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আমরা সম্পূর্ণ আস্থা রাখছি, যে তারা অপরাধীকে আইনের আওতায় আনবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে ইসরায়েলি প্রতিনিধি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।”

ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে , তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন ৩ জন

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন। তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর)  বিকেল ৩টা ৪৫ মিনিটের...

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে রোববার (১২ অক্টোবর) রাতে বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন নামের এক কলেজছাত্র মারা গেছেন। মৃত হৃদয় হোসেন ওই...

Related Articles

সন্ধ্যার পর গাজায় ঢুকবে ত্রাণবাহী ৬০০ ট্রাক

যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এসব ট্রাকে খাদ্য,...

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২০ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বিকল্পধারা...

নেত্রকোণায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সাপের কামড়ে রায়হান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।...

নাচোলে বিএনপির সংঘর্ষ, গুরুতর আহত দুই ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত দুই কর্মী মিলন আলী...