ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার তীব্র সমালোচনা করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘চিরস্থায়ী ফল’ ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন তিনি।
আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তির (এনপিটি) গুরুতর লঙ্ঘন করেছে। আজকের এই ঘটনার জন্য অত্যন্ত ভয়াবহ এবং এর চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে তাদের। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।’ ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য সব বিকল্প সংরক্ষণ করে বলে তিনি জানান।
প্রসঙ্গত, রোববার (২২ জুন) ভোরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলাকে সফল বলে দাবি করেছেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা— ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি ‘আমরা। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’
সূত্র: আল-জাজিরা
Leave a comment