দেশের রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্ব থেকে মুক্ত করতে হলে ইসলামি সমাজ বিনির্মাণ করতে হবে।
বুধবার (১২ মার্চ) রাজধানীর বকশীবাজার কারা কনভেনশন হলে জামায়াতের চকবাজার থানা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু একটি গোষ্ঠী এখনই নির্বাচন চায়। তাদের দাবি হচ্ছে, ‘সংস্কারের দরকার নেই, শুধু নির্বাচন দাও—আমরা ক্ষমতায় যাই।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, তারা ক্ষমতায় থাকতে কী করেছে? জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। মানুষ এখন সচেতন, তাই বাস্তবতাকে সামনে রেখেই রাজনীতি করতে হবে।
তিনি দাবি করেন, কোরআনের শাসন ছাড়া সমাজ থেকে অন্যায় দূর হবে না। রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইন না থাকলে অপরাধ ক্রমশ বাড়বে। বিগত ৫৪ বছরেও মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবেও না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার দক্ষিণ থানা জামায়াতের আমির মো. আনিসুর রহমান, এবং পরিচালনা করেন চকবাজার পশ্চিম থানার আমির আবুল হোসাইন।
Leave a comment