ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি অবতরণ করতে বাধ্য হয়। তবে সকল যাত্রী নিরাপদে অবতরণ করেছেন এবং তাদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।
বিমানবন্দরের এক সিনিয়র কর্মকর্তা জানান, বিমানটি মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হলে সেটিকে নাগপুরে ডাইভার্ট করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a comment