পূর্ব শত্রুতার জের ধরে, যশোরে মোহাম্মদ আলী বক্স (২২) নামে এক যুবককে বোমা মেরে ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা নিটোর হাসপাতালে রেফার করা হয়েছে।
যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মাদ্রাসার সামনে শনিবার (৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলী বক্স কৃষ্ণবাটি গ্রামের বাবু বক্সের ছেলে।
মোহম্মদ আলী জানান, পুলেরহাট মন্ডলগাতি খোলাডাঙ্গার দেলোয়ার রহমান ওরফে (৪০) দেলো মিয়ার নেতৃত্বে কৃষ্ণবাটি এলাকার আব্দুর রশিদের ছেলে সন্ত্রাসী মাহিম (২২) , মৃত নজরুল ইসলামের ছেলে হাফিজুর রহমান (২৫) খোকনের ছেলে আল আমিন (২৫), মিজান (২৩) সম্রাট (৩৫), নাইম (২৪), আরিফুল (২২), সোহেল (২৫) মামুন ওরফে ইন্দুর মামুন (৩৩) সজল (৩০) সহ অজ্ঞাত ২০/২৫ জন সন্ত্রাসী তার ওপর হামলা করেছে।
এ সময় হামলাকারীরা তাকে বোমা নিক্ষেপ ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পায়ের রগ কেটে দেওয়া হয়। স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার নিটোর হাসপাতালে রেফার করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি মো. আবুল হাসনাত বলেন, হামলার শিকার মোহম্মদ আলী ও হামলাকারীদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে । অস্ত্র, চাঁদাবাজি ও হত্যার দায়ে তিনটি পৃথক মামলা রয়েছে হামলার শিকার মোহাম্মদ আলীর বিরুদ্ধে । আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a comment