রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক সহকারী পুলিশ সুপার (এএসপি) ও তাঁর দুই স্বজনের ওপর হামলা চালিয়ে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে, মোহাম্মদপুর থানার কাছেই আল্লাহ করিম মসজিদসংলগ্ন তিন রাস্তার মোড়ে।
আহত পুলিশ কর্মকর্তা হলেন সারদায় মৌলিক প্রশিক্ষণরত এএসপি সাজিদ বিন কামাল (২৮)। তাঁর সঙ্গে আহত হয়েছেন দূরসম্পর্কের দুই চাচাতো ভাই তৌহিদুর রহমান ওরফে ফাহিম (২৭) ও বিপুল (২৭)। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গেছে, এএসপি সাজিদ একটি প্রাইভেট কারে করে ঢাকায় আসছিলেন। গাড়িটি মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সামান্য ক্ষতিগ্রস্ত হলে ক্ষুব্ধ মোটরসাইকেল আরোহীরা প্রাইভেট কারটি ধাওয়া করে। একপর্যায়ে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বড় বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়।
তৎক্ষণাৎ ১০-১২ জনের একটি দল গাড়ির আরোহীদের ওপর হামলা চালায়। তারা এএসপি সাজিদ ও তাঁর দুই স্বজনকে মারধর করে এবং সাজিদের ব্যবহৃত একটি মুঠোফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, সাজিদ বিন কামাল খুলনা থেকে ঢাকায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ঘটনাটি এক ধরনের হাতাহাতি ছিল এবং এতে সাজিদ সামান্য আহত হন। তবে ছিনতাইয়ের অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। এবং এখন পর্যন্ত ভুক্তভোগী পক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেননি।
পুলিশের অভ্যন্তরীণ একাধিক সূত্র মনে করছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা প্রয়োজন, কারণ এটি একজন কর্মকর্তার ওপর সংঘটিত হামলার ঘটনা। তবে লিখিত অভিযোগ না থাকায় এখনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি।
Leave a comment