Home জাতীয় অপরাধ মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের ‘টুন্ডা বাবু’ কারাগারে
অপরাধ

মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের ‘টুন্ডা বাবু’ কারাগারে

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী ‘কবজিকাটা গ্রুপ’-এর অন্যতম সদস্য ও কিশোর গ্যাং নেতা মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজ শুক্রবার প্রথম আলোকে জানান, বাবু খানকে গ্রেপ্তারের পর র‍্যাব তাঁকে বৃহস্পতিবার রাতে আদাবর থানায় হস্তান্তর করে। বাবু খানের বিরুদ্ধে আদাবর থানায় মারামারি, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরিসহ নয়টি মামলা রয়েছে।

শুক্রবার তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ কর্মকর্তা জাকারিয়া জানান, আগামী রোববার বাবু খানকে দুটি মামলায় রিমান্ডের আবেদন করা হবে।

গত বুধবার গোপালগঞ্জের কাশিয়ানী থেকে বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করে র‍্যাব-২–এর একটি দল। র‍্যাব বলেছে, বাবু খান মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত। জিজ্ঞাসাবাদে তিনি র‍্যাব কর্মকর্তাদের বলেছেন, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারের প্রধান সহযোগী তিনি।

র‌্যাবের ভাষ্যমতে, কবজিকাটা গ্রুপের প্রধান আনোয়ারের নির্দেশে তিনি মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলেন। সাধারণত দিনের বেলায় তাঁরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকার কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করেন। এভাবে তাঁরা টাকা, মুঠোফোন, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন মালামাল ছিনতাই করেন। রাত গভীর হলে তাঁরা বাসাবাড়ি ও ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি করেন। এ ছাড়া তাঁরা গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সবকিছু লুট করেন। তিনি ও তাঁর গ্যাংয়ের লোকেরা বিভিন্ন এলাকায় মাদক কারবারে জড়িত।

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর প্রজেক্টে বাবুকে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র হাতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ২৪ ফেব্রুয়ারি বাবুকে গ্রেপ্তার করে র‍্যাব। ৫ মে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন। এরপর তিনি আগের মতোই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।

সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় র‍্যাব-২-এর অভিযানে মাদক কারবারি ও সন্ত্রাসী ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম, কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারকে তাঁদের সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিকশাচালক দুলালের জীবনচাকা নীরবেই থেমে গেল!

রিকশাচালক মোহাম্মদ দুলাল সরকারের বয়স পঁয়ষট্টির ওপরে। বয়সের ভারে ভেঙে পড়েছে জীর্ণশীর্ণ শরীর। তবু তিনি পেটের দায়ে রিকশা চালিয়ে নিজের ও পরিবারের সদস্যদের...

ইন্দোনেশিয়ায় অর্ধশতাধিক আরোহী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩ যাত্রী

ইন্দোনেশিয়ার বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়াতে নিখোঁজ রয়েছেন ফেরিটিতে থাকা ৬৫ জন যাত্রীর মধ্যে ৪৩ জন। নিখোঁজদের উদ্ধার করতে উত্তাল সমুদ্রে...

Related Articles

চট্টগ্রামে পাঁচ কারাগারে বিশৃঙ্খলা: ৭০০ পলাতক, ২০ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশে ঘটে যাওয়া ভয়াবহ কারাগার বিদ্রোহের পর পাঁচটি...

ঢাকার পূর্ব নয়াটোলায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার মগবাজারের পূর্ব নয়াটোলা এলাকায় একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে...

গাইবান্ধায় ভাতিজার হাতে খুন হয়েছে চাচা

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে...

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের জন্য বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে, হাতুড়ি দিয়ে...