মেহেরপুরের গাংনী পৌরসভায় বিদ্যুতায়িত হয়ে গোলাম মৃত্যু হয়েছে কিবরিয়া নামে এক রাজমিস্ত্রি এবং তার তার স্ত্রী রিনা খাতুনের। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পৌরসভার চৌগাছা গ্রামে সোমবার (১৪ জুলাই) বিকেলে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সঙ্গে বাইসাইকেল রাখা ছিল। কোনোভাবে আথিং তারের সঙ্গে বাড়ির সাইড লাইনের সংযোগ হয়ে যায়। অজান্তে বাইসাইকেল ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে পড়েন গোলাম কিবিরিয়া।
বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে ছুটে যান তার স্ত্রী রিনা খাতুন। স্বামীকে টেনে সরিয়ে দেওয়ার সময় বিদ্যুায়িত হয়ে পড়েন রিনা খাতুনও। এ সময় তাদের ছোট মেয়ে চিৎকার দিয়ে আশেপাশের লোকজনকে জানায়। পরে পথচারীরা ছুটে গিয়ে গোলাম কিবরিয়া ও তার স্ত্রীকে উদ্ধার করে
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a comment