Home বিনোদন মৃত্যুর ৫ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের চিঠি, আইন যা বলছে…
বিনোদন

মৃত্যুর ৫ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের চিঠি, আইন যা বলছে…

Share
Share

বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যু হয় ২০২০ সালের জুলাইয়ে, দীর্ঘ ১০ মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর। কিন্তু মৃত্যুর পাঁচ বছর পরও কর অঞ্চল–১২ থেকে তাঁর নামে আয়কর পরিশোধের চিঠি পাঠানো হয়েছে। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২ হাজার ৮০৩ টাকা বকেয়া আছে। ২০০৫–০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২–১৩ অর্থবছরে ৫০ হাজার ৩৮০ টাকা বকেয়া রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কাজী রেহমান সাজিদ প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানিয়েছেন, এন্ড্রু কিশোর মৃত হলেও তাঁর রেকর্ডে মৃত্যুর তথ্য নেই। তাই বকেয়া এখনও হিসাবের মধ্যে আছে। “এন্ড্রু কিশোরের উত্তরাধিকারীরা যদি লিখিতভাবে জানাতেন, তাঁদের ওপর দায়িত্ব আরোপ করা হতো। কিন্তু এখনো কেউ লিখিতভাবে আমাদের জানায়নি, তাই বকেয়া হিসেবে চিঠি পাঠানো হয়েছে।”

আইন অনুযায়ী, মৃত করদাতার সম্পদ থেকে আয়কর আদায় করা যায়। কর কর্মকর্তারা একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করে, প্রতিবছর তাঁর পক্ষে রিটার্ন জমা ও কর আদায় করানো হয়। যদি করযোগ্য আয় না থাকে, তবে রিটার্ন দিতে হয় না। তবে সম্পদ ভাগ-বণ্টন না হওয়া পর্যন্ত মনোনীত প্রতিনিধি কর পরিশোধ করবে। আইন মেনে না চললে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।

এন্ড্রু কিশোর বাংলা গানের ইতিহাসে ‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত। রাজশাহীতে ১৯৫৫ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আবদুল আজিজ বাচ্চুর অধীনে সংগীত শিক্ষা গ্রহণ করেন। স্বাধীনতার পর নজরুল, রবীন্দ্র, আধুনিক ও লোকসঙ্গীতসহ সব ধারায় কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রে গান শুরু করেন ১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ ছবিতে। এরপরের দুই বছরে ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানটি তাঁকে পরিচিতি এনে দেয়।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশ-বিদেশের খ্যাতনামা সুরকারদের সঙ্গে কাজ করেছেন। আলম খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, ইমন সাহা, আর ডি বর্মণসহ বিভিন্ন সুরকারের গান গেয়েছেন। দেশেই নয়, কলকাতার প্লেব্যাকেও অংশ নিয়েছেন।

ব্যক্তিগত জীবনে তাঁর এক ছেলে ও এক মেয়ে। মেয়ে মিনিম এন্ড্রু সিডনিতে গ্রাফিক ডিজাইন করছেন, ছেলে জে এন্ড্রু মেলবোর্নে ফ্যাশন ডিজাইন অধ্যয়ন করছেন।

এন্ড্রু কিশোরের মৃত্যু ও তার পরের কর সংক্রান্ত চিঠি বাংলা সংগীতভক্ত ও সংশ্লিষ্টদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আধাঘণ্টার ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরের আকাশে আধাঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। উভয় দুর্ঘটনায় সব ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা...

বরিশালে গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড

বরিশালের এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় চার জনকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা প্রদান করেছেন আদালত। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী...

Related Articles

আদালতে ন্যায়ের লড়াই: ‘হক’-এ ইয়ামি গৌতম ও ইমরান হাশমির তীব্র সংঘর্ষ

বলিউডে আবারও ফিরছে শক্তিশালী সামাজিক বার্তাসমৃদ্ধ গল্প। পরিচালক সুপর্ণ এস. ভার্মা এবার...

আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

অভিনেতা সালমান শাহর মৃত্যুর মামলায় অভিযুক্ত খল অভিনেতা আশরাফুল হক ডন বলেছেন,...

হাইকোর্টে আগাম জামিন চাইবেন সামিরা, উপস্থিত বর্তমান স্বামী

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ও তার সাবেক স্ত্রী সামিরা হক...

জন্মদিনে হবু পুত্রবধূ দামিনীকে আদরে ভাসালেন শ্রাবন্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সাম্প্রতিক সময়ে আবারও সামাজিক মাধ্যমে আলোচনার...