স্বাধীন ফিলিস্তিন র লক্ষ্যের প্রতি সমর্থন জানিয়ে ইরান তার ইসলামি দায়িত্ব সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি প্রধান আবদুল-মালিক আল-হুতি।
বৃহস্পতিবার (১৫ মে) ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রচারিত টেলিভিশন ভাষণে হুতি প্রধান বলেন, ‘ফিলিস্তিনিদের লক্ষ্যের সঙ্গে নিজেকে জড়িয়ে এবং হামাসসহ গাজার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন দিয়ে ইরান প্রশংসাযোগ্য ইসলামিপন্থা অবলম্বন করছে। এটি প্রতিটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের করা উচিত।’
‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাকি দেশগুলোর ইরানকে অনুসরণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।’
এ সময় আরব দেশগুলোর সমালোচনা করে আবদুল-মালিক আল-হুতি বলেন, ‘ফিলিস্তিনিদের ন্যায্য লক্ষ্যের প্রতি সমর্থনের ক্ষেত্রে বাস্তবসম্মত ও দ্ব্যর্থহীন পথ তৈরিতে ব্যর্থ হয়েছে তারা।’
তার মতে, আরবদের মধ্য ঐক্যের অভাবে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের দাবির বিষয়টি ক্ষতিগ্রস্ত হয়। আরব দেশের সরকাররা আত্মসমর্পণ ও ছাড় দেওয়ার অপমানজনক মতবাদ বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছে।
হুতিপ্রধান, ইসরায়েলি জায়নবাদী আগ্রাসন প্রতিরোধ ও ফিলিস্তিনিদের সমর্থনের ক্ষেত্রে মুসলিম বিশ্বের নীতি ও অবস্থানের সমন্বিত পর্যালোচনার গুরুত্ব তুলে ধরেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এমন আক্রমণ চালাচ্ছে তারা।
Leave a comment