মুন্সীগঞ্জের শ্রীনগরে বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে সেলিনা বেগম (৫৬) নামের এক নারীর। শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্ধী গ্রামে বুধবার (১৬ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগম ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দাউদ মোল্লার স্ত্রী। জানা গেছে, রাত ৯টার দিকে ওই নারী বসতঘর থেকে পাশের রান্না ঘরে যান। পরিবারের ধারণা ওই সময় বিষাক্ত সাপ কামড় দেয়।
নিহতের ছেলে মো. নাহিদ মোল্লা জানান, বুধবার রাতে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তার মাকে। চিকিৎসকরা সাপের কামড়ে মৃত্যুর কথা জানিয়েছে বলে নিহতের ছেলে জানান।
Leave a comment