মুন্সীগঞ্জের গজারিয়ায় আড়ালিয়া গ্রামে পা পিছলে বাল্কহেড থেকে নদীতে পড়ে মৃত্যু হয়েছে এক শিশুর। উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শিশু আল আমিন (৮) উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে। ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আল আমিন সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। নদীতে একটি বাল্কহেড থেকে বালু আনলোড করা হচ্ছিলো। এসময় আল আমিনসহ ৪/৫জন শিশু বাল্কহেডে ওঠে বসে। বাল্কহেড শ্রমিকরা তাদের নেমে যেতে বলায় নামতে গিয়ে পা পিছলে মাথায় আঘাত পেয়ে আল আমিন পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর পৌণে ২টার দিকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, মাথায় তীব্র আঘাত পেয়ে পানিতে তলিয়ে যায় সে। বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিসির আলী বিষয়টি সম্পর্কে বলেন, এমন একটি খবর আমিও পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি আমি । শুনেছি পানিতে পড়ে মারা গেছে ছেলেটি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি আমি।
Leave a comment