বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা যদি বর্তমান সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করতে চায়, তবে তা দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ‘দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল ইসলাম বলেন, “আমরা গত ১৫ বছর ধরে সংগ্রাম করে আসছি, আর এই সময়ের মধ্যে বহু লোকের জীবন ঝরে গেছে। ২০১৫ সালের আন্দোলনে ৪২৬ ছাত্রনেতা ও কর্মী নিহত হয়েছেন।”
তিনি বলেন, “নির্বাচন হবে, তবে তা অবশ্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাই যে অন্তর্বর্তী সরকার পুরোপুরি নিরপেক্ষ থেকে নির্বাচন আয়োজন করবে।”
এছাড়া ছাত্রদের রাজনৈতিক দল গঠন করার বিষয়ে মির্জা ফখরুল কোনো আপত্তি করেননি, বরং তিনি বলেন, “ছাত্ররা রাজনীতিতে আসুক, নতুন দল গঠন করুক আমরা তাদের স্বাগত জানাই। তবে, সরকারের পক্ষ থেকে দল গঠন করা হলে, এ দেশের জনগণ সেটা মেনে নেবে না।”
ফখরুল আরও বলেন, “তারা যদি রাজনৈতিক দল গঠন করে, আমরা তাদের সহযোগিতা করব। তবে, তারা যেন সংঘাতমূলক কোনো বক্তব্য বা কাজ রাজনীতিতে না আনে, সেটাই আমাদের অনুরোধ।”
Leave a comment