বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দলে আর ফিরতে পারছেন না। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ খেলাই ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর দেশের জার্সি গায়ে তাকে আর দেখা যায়নি। দেশে ফিরলেও নিজের ইচ্ছেমতো ক্যারিয়ারের ইতি টানার সুযোগ পাননি এই তারকা ক্রিকেটার।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নিইনি। সত্যি বলতে, এটা আমার জন্য নয়—এটা আমার ভক্তদের জন্য। যদি সম্ভব হয়, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ ম্যাচটা খেলব। এটা আমার আর ভক্তদের জন্য সবচেয়ে সুন্দর বিদায় হবে।”
সাকিব জানান, কানপুর টেস্টের আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মিরপুরে শেষ ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরে সেটা সম্ভব হয়নি। ২০২৪ সালের ভারতের সফরের আগে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কারণে তিনি দেশে ফিরতে পারেননি।
ক্রিকেট থেকে দূরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন সাকিব। চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা থাকলেও বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞার কারণে নির্বাচকরা তাঁকে ব্যাটার হিসেবে দলে রাখেননি।
সাকিব আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমি আমার ক্যারিয়ারটা নিজের দেশের মাঠে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। হয়তো এটা ভাগ্যের ব্যাপার।”
গত বছরের জুলাইয়ে দেশে গণঅভ্যুত্থানের সময় তিনি পরিবারসহ বিদেশে ছিলেন। স্ত্রী’র সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু হাস্যোজ্জ্বল ছবি সমালোচনার ঝড় তোলে। এ বিষয়ে সাকিব বলেন,“সেটা শুধু একটা মুহূর্ত ছিল, যা আমার বিপক্ষে গিয়েছিল। আমি বুঝতে পারি কেন মানুষ এমন প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে আমার কোনো আফসোস নেই, মানুষ ধীরে ধীরে বিষয়টি বোঝা শুরু করেছে।”
তিনি আরও বলেন, “আমি তখন বাসা থেকে অনেক দূরে ছিলাম। তখনকার পরিস্থিতি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে ছিল না। মানুষ বিভিন্ন রকম ধারণা তৈরি করেছে, কিন্তু আমি এখন সমালোচনায় বিচলিত নই। আমার কাছে মুখ্য বিষয় হলো আমার কাছের মানুষেরা আমাকে নিয়ে কী ভাবে।”
এক বছর ধরে দেশের বাইরে থাকা সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সম্প্রতি জানিয়েছিলেন, তিনি আর সাকিবকে দলে দেখতে চান না।
সব বিতর্ক ও দূরত্ব সত্ত্বেও সাকিবের কণ্ঠে এখনো আক্ষেপ রয়েছে। তিনি মনে করেন, যদি মিরপুরে শেষ ম্যাচ খেলা সম্ভব হয়, সেটা হবে তার এবং ভক্তদের জন্য সবচেয়ে সুন্দর বিদায়।
Leave a comment