ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধারকাজে সহায়তা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি দল রোববার দেশটিতে যাচ্ছে। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মান্দালয়ের ১৭ কিলোমিটার দূরে। এতে এখন পর্যন্ত দেশটিতে ১,৬০০ জন নিহত হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, ‘ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার ও মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে আগামীকাল রোববার মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।’
বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে মানবিক সহায়তার অংশ হিসেবে দেখা হচ্ছে, যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার নজির সৃষ্টি করবে।
Leave a comment