ভারত-পাকিস্তান হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে মিডিয়াও কম রসদ জোগায়নি। অনেকের বিরুদ্ধে রয়েছে অতিরঞ্জিত ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ। এই বিতর্কের কেন্দ্রে এসেছেন ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুর পররাষ্ট্র বিষয়ক সম্পাদক স্ট্যানলি জনি।
সম্প্রতি এক্স (সাবেক টুইটার) এর এক বার্তায় তিনি প্রচার করেন ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের বন্দরনগরী করাচিতে হামলা চালিয়েছে। একই স্ট্যাটাসে তিনি একটি ভিডিও শেয়ার করেন।
এতে অনেকেই বিভ্রান্ত হয়ে ধরে নেন, এটি বাস্তব কোনো ঘটনার চিত্র। কিন্তু পরে জানা যায়, ভিডিওটি ছিল সম্পূর্ণ ভুয়া। এই ভুল তথ্য ছড়ানোর বিষয়টি স্বীকার করে স্ট্যানলি জনি পরে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সোমবার (১২ মে) রাতে এ খবর নিশ্চিত করেছে।
স্ট্যানলি জনি এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, চারপাশে ঘন কুয়াশার মতো ছড়িয়ে আছে প্রচার-প্রোপাগান্ডা। আমি সবসময় চেষ্টা করি যাচাইকৃত তথ্য নিয়েই টুইট করতে এবং ষড়যন্ত্রতত্ত্ব এড়িয়ে চলতে। কিন্তু কখনো কখনো রিটুইট করার সময় ধরে নিই, অন্য প্ল্যাটফর্ম যা দিচ্ছে তা হয়তো সত্যিই সত্য।
তিনি আরও বলেন, করাচিতে হামলার এই ভিডিওটি ভুল তথ্য ছিল। এ নিয়ে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।
উল্লেখ্য, পেহেলগাম ইস্যুতে ভারত-পাকিস্তান টানা দুই সপ্তাহের বেশি উত্তেজনা ও শেষ চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মূলত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে সন্ধ্যা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়।
সোমবার (১২ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পেহেলগামে হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সেই আশঙ্কা দূর হয়েছে।
Leave a comment