কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরগঞ্জের মিঠামইনের মনু মিয়াকে নিয়ে আলোচনা চলছে। দীর্ঘ ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করে চলেছেন তিনি। এ পর্যন্ত কোনো প্রকার অর্থ বা উপহার না নিয়েই প্রায় ৩ হাজারের বেশি কবর খনন করেছেন মনু মিয়া।
কোনো গ্রামে মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়ায় চড়ে পৌঁছে যেতেন সেখানে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিশ্বস্ত সঙ্গী, তার সেই লাল ঘোড়া আর নেই।
মনু মিয়া বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর তার অনুপস্থিতিতে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে ঘোড়াটিকে হত্যা করেছে। স্ত্রী ও স্বজনেরা হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে তার কাছে গোপন রেখেছেন ঘোড়া হত্যার কথা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই মর্মান্তিক ঘটনাটি নজরে এসেছে দেশের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের। সোমবার (১৯ মে) সকালে অভিনেতা, মনুমিয়াকে নিয়ে করা একটি তথ্যচিত্র শেয়ার করেন। আর ক্যাপশনে মনু মিয়ার পাশে দাঁড়ানোর কথা বলেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওর ক্যাপশনে খায়রুল বাসার লিখেছেন , মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। আমার কবর খোঁড়ার আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন। কেউ যদি মনু মিয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব।
খায়রুল বাসারের এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। মনু মিয়ার নিঃস্বার্থ কাজের প্রশংসা করে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন অনেকেই।
Leave a comment