ইরানে মার্কিন হামলার পর ইসরায়েলে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার (২২ জুন) এ তথ্য প্রদান করে।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে আইডিএফ। হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়।
আইডিএফ হামলার আরও আশঙ্কা প্রকাশ করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত, সংস্থাটি জনগণকে একটি সুরক্ষিত স্থানে থাকার আহ্বান জানিয়েছে ।
প্রসঙ্গত, আজ রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প পোস্ট করে জানান যে, ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে । পোষ্টে ট্রাম্প লেখেন, ইরানের ফোরডো, নাতানজ এবং এসফাহান পারমাণবিক স্থাপনায় আমরা অত্যন্ত সফলভাবে হামলা করেছি। বর্তমানে সকল বিমান ইরানের আকাশসীমার বাইরে। পূর্ণ হামলা করা হয়েছে ফোরডো পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্থাপনায়। নিরাপদে ফিরছে সকল বিমান।
Leave a comment