বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম আর নেই। শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এই খবর নিশ্চিত করেছে।
বর্ষীয়ান এই অভিনেত্রীকে হারানোর ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্র সরকারের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অশীষ শেলার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “পিঞ্জরার খ্যাতিমান অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি সিনেমায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন।”
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের শিবাজি পার্কের বৈকুণ্ঠ ধামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং ভক্তরা সেখানে উপস্থিত থেকে প্রিয় অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
সন্ধ্যা ছিলেন ভারতীয় নির্মাতা ভি. শান্তারামের স্ত্রী। প্রকৃত নাম ছিল বিজয়া দেশাই। তিনি ১৯৫১ সালে ভি. শান্তারামের ছবি ‘অমর ভূপালি’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। ছবিটির জন্য নির্মাতা নতুন মুখ খুঁজছিলেন, পরে সন্ধ্যার কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব দেখে তাকেই বেছে নেন। এভাবেই রুপালি পর্দায় তার সোনালি অধ্যায় শুরু হয়।
Leave a comment