মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত হয়েছে রাফি নামে এক শিশু। শিবচর উপজেলার কাঁঠালবাড়ি সীমানা এলাকায় রোববার (২৯ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি শরীয়তপুর জেলার নাওডুবা উপজেলার অটোরিকশাচালক বাবু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাফি শনিবার বিকেলে কাঁঠালবাড়ি এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসে। সকালে নাস্তা আনার জন্য দোকানে যাচ্ছিল রাফি। এ সময় বাইপাস সড়ক পার হওয়ার চেষ্টা করলে ভাঙ্গা থেকে আসা ঢাকাগামী একটি বাস চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
কাঁঠালবাড়ি ইউনিয়ন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a comment