মাগুরা শহরের একতা কাঁচা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭০) নামে এক অবসরপ্রাপ্ত জেল পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান শহরের পিটিআই পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত তরিকুর রহমানের ছেলে। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি পুলিশ বিভাগ থেকে অবসর নিয়েছিলেন।
স্থানীয় ব্যবসায়ী সাইফুল খান জানান, রাতে একতা কাঁচা বাজার মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে রাস্তা পার হচ্ছিলেন ফজলুর রহমান। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই বাসসহ চালক পালিয়ে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, দর্শনা থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ফজলুর রহমানকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসটি রামনগর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষ করে মহাসড়ক ও শহর এলাকায় বেপরোয়া যানবাহন চলাচল, সড়ক আইন অমান্য এবং চালকের অসতর্কতাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।
Leave a comment