Home আঞ্চলিক ময়মনসিংহে বিএনপির সমাবেশে স্ট্রোকে ছাত্রদলকর্মীর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনারাজনীতি

ময়মনসিংহে বিএনপির সমাবেশে স্ট্রোকে ছাত্রদলকর্মীর মৃত্যু

Share
Share

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির সমাবেশ শেষে মো. তানজিন আহমেদ আবিদ (৩০) নামে এক ছাত্রদলকর্মীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশ শেষে এই ঘটনা ঘটে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন।

মৃত তানজিন আহমেদ আবিদ ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি জেলা উত্তর ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেলের অনুসারী ছিলেন বলে জানা গেছে। তার বাবা মরহুম দেওয়ান মো. আবুল হোসেন দক্ষিণ জেলা উলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবিদ। সঙ্গে সঙ্গে আশপাশের কর্মীরা তাকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তবে তিনি সাড়া না দেওয়ায় দ্রুত সিএনজিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার আকাশ জানান, “সমাবেশ প্রায় শেষের দিকে ছিল। হঠাৎ দেখি আবিদ ভাই মাটিতে পড়ে গেলেন। আমরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু কিছুই করার ছিল না।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রোগীকে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা যাচ্ছে, তিনি স্ট্রোক করেছিলেন।”

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন, ছাত্রদল কর্মীটি স্ট্রোকে মারা গেছেন। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে, তানজিন আহমেদের মৃত্যুতে ময়মনসিংহ জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীরা শোকবার্তা প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা , নিহত ২ ফিলিস্তিনি

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেও দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনারা জানায়,‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগে পৃথক...

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম লে. গভর্নর হিসেবে নির্বাচিত হলেন ঘাজালা হাশমি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী ঘাজালা হাশমি। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার এই নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন...

Related Articles

কিশোরগঞ্জে হোটেলের বাথরুমে মিলল বাসচালকের মরদেহ

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক আবাসিক হোটেলের বাথরুম থেকে মো. শহীদুল ইসলাম (৫০) নামে...

সুন্দরবনে ট্রলারডুবি: দুই দিন পর নারী পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবনের পশুর নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা...

হবিগঞ্জে ইসকন মন্দিরে অগ্নিকাণ্ড

হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় অবস্থিত ইসকন মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০...

বিয়ের পিঁড়িতে বসা হলো না শুভর, ট্রাকের ধাক্কায় প্রাণহানি ঘটল

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা ছিল বিয়ের। বাড়িতে চলছিল আনন্দঘন প্রস্তুতি। কিন্তু...