ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির সমাবেশ শেষে মো. তানজিন আহমেদ আবিদ (৩০) নামে এক ছাত্রদলকর্মীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশ শেষে এই ঘটনা ঘটে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন।
মৃত তানজিন আহমেদ আবিদ ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি জেলা উত্তর ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেলের অনুসারী ছিলেন বলে জানা গেছে। তার বাবা মরহুম দেওয়ান মো. আবুল হোসেন দক্ষিণ জেলা উলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবিদ। সঙ্গে সঙ্গে আশপাশের কর্মীরা তাকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তবে তিনি সাড়া না দেওয়ায় দ্রুত সিএনজিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার আকাশ জানান, “সমাবেশ প্রায় শেষের দিকে ছিল। হঠাৎ দেখি আবিদ ভাই মাটিতে পড়ে গেলেন। আমরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু কিছুই করার ছিল না।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রোগীকে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা যাচ্ছে, তিনি স্ট্রোক করেছিলেন।”
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন, ছাত্রদল কর্মীটি স্ট্রোকে মারা গেছেন। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এদিকে, তানজিন আহমেদের মৃত্যুতে ময়মনসিংহ জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীরা শোকবার্তা প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
Leave a comment