ভোলায় মনপুরা উপজেলায় বিষাক্ত গোখরা সাপের কামড়ে মৃত্যু হয়েছে মো. ইউনুস বেপারি নামে এক বৃদ্ধের।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত ইউনুস বেপারির বাড়ি ওই উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজিরচর গ্রামে।
জানা গেছে, রোববার রাতে এশার নামাজ আদায়ের জন্য মাসজিদে যাওয়ার উদ্দেশ্যে আনিস বেপারি বসতঘর থেকে বেরিয়ে দরজার সামনে রাখা জুতা পায়ে দিচ্ছিলেন । এ সময় অন্ধকারে একটি বিষধর গোখরা সাপ তার পায়ে কামড় দেয়।
চিৎকার দিলে স্বজনরা এসে দেখেন সাপটি দরজার পাশে পেঁচিয়ে বসে আছে। পরে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর উদ্ধার করে তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। এছাড়া মৃত সাপটিকেও সঙ্গে করে হাসপাতালে নেয়া হয়।
মনপুরা থানার ওসি মো. আহসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a comment