শরীয়তপুরের জাজিরায় মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে নাজমুল খা নামে এক যুবকের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের আব্দুর বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত নাজমুলকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা।
অভিযুক্ত নাজমুল আব্দুর বেপারী কান্দি এলাকার আব্দুর রশিদ খার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্লে তে পড়াশোনা করে। শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গেলে স্থানীয় যুবক নাজমুল খা তাকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নেন এবং ধর্ষণ করেন।
পরবর্তী সময়ে শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে, শিশুটিকে জিজ্ঞেস করার একপর্যায়ে শিশুটি সম্পূর্ণ ঘটনা খুলে বলে। পরে তাকে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায় চিকিৎসক।
এদিকে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত নাজমুল খাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্তর কঠিন বিচার দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা। জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে বাচ্চাটিকে পুলিশের মাধ্যমে জাজিরা উপজেলা হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তকে গণধোলাই দিলে পুলিশ তাকে নিয়ে আসে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a comment