সম্প্রতি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে একটি ব্যঙ্গচিত্র, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর একজন সদস্য সিঁদুর পরাচ্ছেন ভারতের জাতীয় পতাকার রঙে শাড়ি পরিহিত এক নারীর কপালে। ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে—“নিউ চ্যাপ্টার বিগিনস”। ছবিটি ঘিরে দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে উত্তপ্ত আলোচনা ও বিতর্ক।
এই কার্টুনটির পেছনে প্রেক্ষাপট হলো ভারতের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ “অপারেশন সিন্দুর” এবং এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের কথিত “অপারেশন সোহাগরাত” ঘোষণাকে কেন্দ্র করে। এই কার্টুনে ভারতকে একজন নারী রূপে এবং পাকিস্তানকে সেনা সদস্য রূপে উপস্থাপন করে একটি নতুন সম্পর্কের সূচনার ব্যঙ্গাত্মক ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই কার্টুন কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি না হলেও, এটি দুই দেশের জনমানসে বিদ্যমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনাকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছে। অনেকে একে সৃষ্টিশীল প্রতিবাদ হিসেবে দেখলেও, অনেকে ধর্মীয় ও জাতীয় অনুভূতিতে আঘাত লাগার আশঙ্কা প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে ইতোমধ্যে হ্যাশট্যাগ #OperationSindoor ও #OperationSuhagRaat ট্রেন্ড করছে, যা প্রমাণ করে জনগণের গভীর মনোযোগ এই ঘটনার প্রতি।
Leave a comment