Home আন্তর্জাতিক ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, কতটুকু সত্য?
আন্তর্জাতিকরাজনীতি

ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, কতটুকু সত্য?

Share
Share

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বিস্ফোরক দাবি করেছে এই বলে যে, কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ।

নিউইয়র্ক টাইমস রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে দাবি করেছে, পারমানবিক প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনাসহ সংকট নিরসনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানালেও ভারতীয় প্রধানমন্ত্রী শান্তির পথে হাঁটছেন না।

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, কাশ্মিরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে বিশ্বের এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে।

তবে ভারতের এই প্রচেষ্টা মূলত আন্তর্জাতিক সহায়তা চাইতে নয়, বরং পাকিস্তানে সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চালানো হচ্ছে বলে জানিয়েছেন চারজন কূটনৈতিক কর্মকর্তা।

এদিকে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় টানা কয়েক রাত ধরে ছোট অস্ত্র দিয়ে গোলাগুলি হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন। কেউ বলেছেন, গত তিন রাত ধরেই গোলাগুলি হয়েছে, আবার কেউ বলেছেন, গত চার রাতের মধ্যে তিনবার গোলাগুলি হয়েছে।

বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীর হামলায় এখন পর্যন্ত শক্ত প্রমাণের অভাব, দুটি সম্ভাবনার ইঙ্গিত দেয়: হয় ভারত আরও তথ্য সংগ্রহের জন্য সময় নিচ্ছে, নয়তো বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তারা মনে করছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই পদক্ষেপ নেওয়া যাবে।

অবশ্য ভারত ও পাকিস্তান উভয়েই পরমাণু শক্তিধর দেশ হওয়ায় সামরিক সংঘাত দ্রুত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে। তবে বর্তমানে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক চাপের তোয়াক্কা অনেক কম।

ইরান ও সৌদি আরব দুই পক্ষের সাথে যোগাযোগ করেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েই সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিগুলো এখন অন্য সংকট নিয়ে ব্যস্ত । যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতিতে কতটা সক্রিয়ভাবে ভূমিকা রাখবে, তা স্পষ্ট নয়।

বিশ্লেষকরা মনে করছেন এবার ভারত বড় ধরনের কিছু করার পরিকল্পনা করছে । তবে পাকিস্তানও পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়ে রেখেছে। পাকিস্তানও প্রতিশ্রুতি দিয়েছে, ভারতের আক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে তার চেয়ে বড় আঘাত হানবে তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ৮২ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত হয়েছেন আরও ৮২ ফিলিস্তিনি। এদের মধ্যে গাজা সিটিতেই ৩৯ জন প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (৬...

চট্টগ্রামে স্ত্রী-কন্যার সামনেই গুলি করে হত্যা করেছে যুবদল কর্মীকে

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তরা স্ত্রী ও কন্যার সামনে মো. সেলিম (৪০) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে । উপজেলার কদলপুর ইউনিয়নের...

Related Articles

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের...

ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে আরও শতাধিক

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক আগ্রাসন চলছেই। গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে নিহত হয়েছেন...

গাজায় রোডসাইড বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের ৫ সেনা

উত্তর গাজায় একটি রোডসাইড বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) ৫...

নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...