পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে । পাকিস্তানে ইতোমধ্যে এ হামলার জবাব দেওয়া শুরু করেছে।
এরই মধ্যে ভারতের উত্তরাঞ্চলে নিরাপত্তাজনিত কারণে বহু ফ্লাইট বাতিল এবং একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর যাত্রাও, যার অনেকগুলোকে ঘুরিয়ে অন্যত্র অবতরণ করানো হয়েছে।
ভারতের বৃহত্তর বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগো যাত্রীদের জন্য পৃথক পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এয়ার ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে জানায়, ‘সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার বেলা ১২টা পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোট বিমানবন্দর থেকে সব ধরনের বিমান পরিষেবা স্থগিত করা হয়েছে। এই বিমানবন্দরগুলোতে অবতরণ করা ফ্লাইটগুলোকেও বাতিল করা হয়েছে। অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে অবতরণ করানো হয়েছে।’
স্পাইসজেটের বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসরসহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ। ফলে এসব বিমানবন্দরে তারা তাদের ফ্লাইট বন্ধ রাখছে।’
একইভাবে ইন্ডিগো জানিয়েছে, ‘শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও ধর্মশালা থেকে আমাদের সব বিমান বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলোতে কোনো বিমান উঠবে বা নামবে না।’ ইন্ডিগোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরে জোধপুর এবং বিকানের থেকেও বিমান পরিসেবা ব্যাহত হয়েছে।
প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি এক সন্ত্রাসী হানায় ২৬ নিরীহ পর্যটক নিহত হন। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করছে, অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
তবে উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনারা পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে । এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। অন্যদিকে, ভারতীয় হামলাকে ‘বিনা প্ররোচনায় কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। তারা পাল্টা জবাব দেওয়া শুরু করেছে।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাল্টা হামলায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান।
ভারত দেশের নাগরিকদের বর্তমান পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া উত্তর ভারতগামী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a comment