একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায় ।
সংবাদ মাধ্যম আনন্দ বাজারের বরাতে জানা গেছে,এতে অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চার শিশু রয়েছে । সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকার একটি বাড়ি। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, আর স্থানীয়রা দেখতে পান দাউ দাউ করে জ্বলছে পুরো ভবন। আতঙ্কিত এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন, কিন্তু এর মধ্যেই আরও কয়েক দফা বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তারা বাড়ির ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালায়। বিস্ফোরণের সময় বাড়ির ভেতরে ১১ জন ছিলেন, যাদের মধ্যে চার শিশু ছিল। আগুনের তীব্রতায় চার শিশুসহ সাতজন পুড়ে মারা যান।
নিহতরা হলেন অরবিন্দ বণিক (৬৫), প্রভাবতী বণিক (৪০), সান্তনা বণিক (২৮), অর্ণব বণিক (৯), অনুষ্কা বণিক (৬), অস্মিতা বণিক (৮ মাস) ও অঙ্কিত বণিক (৬ মাস)।
ওই বাড়িতে বাজি তৈরি ও সংরক্ষণ করা হতো। প্রাথমিক ধারণা, সেখান থেকেই কোনোভাবে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটে।
ঢোলাহাট থানার পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। বারবার ঘটে যাওয়া এসব দুর্ঘটনা নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক অব্যাহত রয়েছে।
Leave a comment