Home বিনোদন গান ব্যান্ডশিল্পী আহরার মাসুদ দীপ আর নেই
গানজাতীয়বিনোদন

ব্যান্ডশিল্পী আহরার মাসুদ দীপ আর নেই

Share
Share

বাংলাদেশের ব্যান্ড সংগীতাঙ্গন শোকে আচ্ছন্ন। জনপ্রিয় ব্যান্ড রাস্টফ-এর ভোকালিস্ট আহরার মাসুদ দীপ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুর খবর জানানো হয়। তবে মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

রাস্টফ ব্যান্ডের শোকবার্তা
শোকবার্তায় রাস্টফ লিখেছে, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহরার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসে আছি। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই। অনুরোধ, এ সময়ে তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং দীপের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও দীপ—তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”

সঙ্গীতাঙ্গনের শ্রদ্ধা
তরুণদের মধ্যে জনপ্রিয় আরেক ব্যান্ড পাওয়ারসার্চ-ও দীপের মৃত্যুতে শোক জানিয়েছে। ফেসবুক পেজে তারা লিখেছে, “আমরা হারালাম প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং সত্যিকারের একজন শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো এবং সর্বশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ দীপ আর নেই।”
স্মৃতিচারণ করে ব্যান্ডটি আরও জানিয়েছে, “২০০৪ সাল থেকে দীপ আমাদের যাত্রার কাছের মানুষ ছিলেন। একসাথে মঞ্চ ভাগাভাগি, ঠাট্টা-মশকরা—অগণিত স্মৃতি আজ আমাদের হৃদয়ে খোদাই হয়ে রইল। হাই স্পিচ গায়কিতে তিনি ছিলেন দুর্দান্ত। অনেকেই নিশ্চয় মনে রেখেছেন ২০০৭ সালের ‘ড্রকস্টার্স’-এর কথা, যেখানে তার ব্যান্ড এক্লিপস আর আমাদের পাওয়ারসার্চ একসাথে প্রতিযোগিতা করেছিল। সেই মুহূর্তগুলো আজও তাজা।”

অনুপ্রেরণার প্রতীক
পাওয়ারসার্চ আরও লিখেছে, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক। তার নম্র ব্যবহার এবং শিল্পসত্তা চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছে। শান্তিতে থাকো ভাই, তুমি সবসময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”

ভক্তদের কাছে প্রিয়
ভক্তদের কাছে দীপ শুধু একজন শিল্পী নন, বরং একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বও ছিলেন। তার অকালপ্রয়াণে সংগীতাঙ্গন এক অসাধারণ কণ্ঠশিল্পীকে হারালো, যার শূন্যতা পূরণ হওয়ার নয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতক পেল নতুন পরিবার

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাস্তার পাশে কম্বলে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া একদিন বয়সী নবজাতক কন্যাশিশুটি অবশেষে পেল নতুন ঠিকানা। আইনি প্রক্রিয়া, সামাজিক যাচাই-বাছাই এবং...

ফিলিস্তিনি পাসপোর্টধারী ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। জাতীয় ও জননিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত...

Related Articles

ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশে অনিয়ম, সরকারি ক্ষমতার অপব্যবহার...

তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন...

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ নিহত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক...