বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ সকাল ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা করে। এই সম্মেলনে বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি, প্রযুক্তি ও কানেকটিভিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা হবে।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, ব্যাংককে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের ফাঁকে মোদি-ইউনূস বৈঠক নিয়ে উভয় দেশের কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন। গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি হবে দুই নেতার প্রথম সাক্ষাৎ।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন জানান, আগামীকাল দ্বিপক্ষীয় বৈঠকের আগে আজ বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হতে পারে।
প্রধান উপদেষ্টা ইউনূস সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সম্মেলনের শেষ দিনে, ৪ এপ্রিল, বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এরপর সেদিনই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
Leave a comment