প্রায় ১০ বছর আগে রাজধানীতে কামরুল ইসলাম নামের একজন ব্যবসায়ীকে হত্যার দায়ে এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম আজ বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন রোমানা আক্তার (২৮) ও তাঁর স্বামী সোহেল রানা (৩০)। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর কামরুল ইসলামকে পরিকল্পিতভাবে ঢাকার পল্টন এলাকা থেকে সাভারের বাসায় নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন রোমানা আক্তার ও তাঁর স্বামী সোহেল রানা। কামরুল ঘটনার দিন সদরঘাটের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বায়তুল মোকাররম মসজিদে তাঁর মামার সঙ্গে দেখা করতে রওনা হয়েছিলেন। পরে সেখান থেকে তাঁকে সাভারে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় নিহত কামরুলের খালা রেহেনা পারভীন বাদী হয়ে মামলা করেন।
পিপি আবুল কালাম আজাদ আরও বলেন, কামরুল ইসলামের সঙ্গে আসামি রোমানার পূর্বপরিচয় ছিল। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন প্রয়োজনে কামরুলের কাছ থেকে আড়াই লাখ টাকা নেন তিনি। কিন্তু রোমানা সেই টাকা পরিশোধ করেননি। এ নিয়ে বিরোধের জেরে কামরুলকে হত্যা করা হয়।
এ মামলায় রোমানা ও তাঁর স্বামীর বিরুদ্ধে ২০১৭ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। পরের বছর ২০১৮ সালের ৫ জুন দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
Leave a comment