রাজধানীতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে পিচ্চি শাহীনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযুক্তরা হলেন শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০), মো. গুড্ডু (৩৮), শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)। র্যাব-২-এর দাবি, এ চারজনই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করেন, এবং তাঁদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও তেজগাঁও থানায় পৃথক মামলা রয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, পিচ্চি শাহীন নিজেকে যুবলীগের পদপ্রত্যাশী হিসেবে পরিচয় দিলেও তাঁর প্রকৃত পরিচয় মোহাম্মদপুরের সাবেক কমিশনার রাজীব ও কুখ্যাত সন্ত্রাসী যোসেফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত। আন্দোলন চলাকালে তিনিসহ অপর গ্রেপ্তারকৃতরা পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালান বলে জানিয়েছে র্যাব। তাঁদের মধ্যে সেলিম ও শাহীনকে মোহাম্মদপুর থেকে, গুড্ডুকে আদাবর থেকে এবং শফিকুলকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক খান আসিফ তপু বলেন, অভিযুক্ত চারজন দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিলেন। গোয়েন্দা তথ্যে জানা গেছে, তাঁরা সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদে তাঁরা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা এবং উত্তেজনা বাড়ানোর পরিকল্পনার কথা স্বীকার করেছেন। র্যাব বলছে, তাঁদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিক্ষার্থী নির্যাতনের ঘটনাটি আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও, র্যাবের এই পদক্ষেপে খানিকটা স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপ রয়েছে—এই ঘটনার নেপথ্যে কারা, তাদের পৃষ্ঠপোষক কারা, সেই প্রশ্নের সদুত্তর খুঁজে বের করার।
Leave a comment