Home জাতীয় অপরাধ বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা, চারজন গ্রেপ্তার: র‍্যাব
অপরাধ

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা, চারজন গ্রেপ্তার: র‍্যাব

Share
Share

রাজধানীতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে পিচ্চি শাহীনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিযুক্তরা হলেন শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০), মো. গুড্ডু (৩৮), শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)। র‍্যাব-২-এর দাবি, এ চারজনই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করেন, এবং তাঁদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও তেজগাঁও থানায় পৃথক মামলা রয়েছে।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, পিচ্চি শাহীন নিজেকে যুবলীগের পদপ্রত্যাশী হিসেবে পরিচয় দিলেও তাঁর প্রকৃত পরিচয় মোহাম্মদপুরের সাবেক কমিশনার রাজীব ও কুখ্যাত সন্ত্রাসী যোসেফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত। আন্দোলন চলাকালে তিনিসহ অপর গ্রেপ্তারকৃতরা পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালান বলে জানিয়েছে র‍্যাব। তাঁদের মধ্যে সেলিম ও শাহীনকে মোহাম্মদপুর থেকে, গুড্ডুকে আদাবর থেকে এবং শফিকুলকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক খান আসিফ তপু বলেন, অভিযুক্ত চারজন দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিলেন। গোয়েন্দা তথ্যে জানা গেছে, তাঁরা সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদে তাঁরা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা এবং উত্তেজনা বাড়ানোর পরিকল্পনার কথা স্বীকার করেছেন। র‍্যাব বলছে, তাঁদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিক্ষার্থী নির্যাতনের ঘটনাটি আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও, র‍্যাবের এই পদক্ষেপে খানিকটা স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপ রয়েছে—এই ঘটনার নেপথ্যে কারা, তাদের পৃষ্ঠপোষক কারা, সেই প্রশ্নের সদুত্তর খুঁজে বের করার।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার সন্তান ও স্বামীসহ ইসরায়েল নারী সাংবাদিককে হত্যা করলো

গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি নারী সাংবাদিক। ঐ নারী সাংবাদিক হলেন ওয়ালা আল-জাবারি, যিনি সন্তান...

মাইলস্টোন ট্র্যাজেডি : সরকারি হিসাবে নিহত হয়েছে ২৯ জন, আহত ৬৯

সরকার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করেছে। এতে শিক্ষার্থীসহ প্রকাশ করা হয়েছে নিহত ২৯ জনের নাম।...

Related Articles

গোপালগঞ্জ সহিংসতা: ৪ মামলায় অজ্ঞাতপরিচয়ে আসামি প্রায় ৬ হাজার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে গত বুধবারের সহিংসতা ও প্রাণহানির ঘটনায়...

কুমিল্লায় ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপির কার্যালয়ে হামলা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ে ব্যানারে নেতার ছবি না...

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছ ৭২ জন

চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতা,...

জয় বাংলা স্লোগানে ভিডিও, চট্টগ্রামে ১২ তরুণ আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টিকটকের ভিডিও ধারণ করতে...