Home জাতীয় অপরাধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল হত্যায় আদালতে মাহাথিরের জবানবন্দি
অপরাধ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল হত্যায় আদালতে মাহাথিরের জবানবন্দি

Share
Share

ঢাকার বনানীতে নির্মমভাবে খুন হওয়া প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (পারভেজ) হত্যা মামলায় এক চাঞ্চল্যকর মোড় এসেছে। মামলার অন্যতম অভিযুক্ত মো. মাহাথির হাসান (২০) আজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই জবানবন্দি রেকর্ড করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, মাহাথির আদালতে বলেন, হত্যাকাণ্ডের দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পূর্বপরিচিত দুই নারী শিক্ষার্থী ফোন করে জানান, জাহিদুল তাঁদের দেখে অশোভন আচরণ ও হাসাহাসি করেছেন। এই অভিযোগের ভিত্তিতে মাহাথিরসহ তিনজন ঘটনাস্থলে যান। সেখানে পূর্বপরিচিত মেহেরাজ ইসলামসহ অন্যরা জাহিদুলের ওপর ছুরি নিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়।

এর আগে গতকাল চট্টগ্রামের হালিশহর থেকে মাহাথিরকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ তাঁকে আদালতে হাজির করে পুলিশ। একই মামলায় আগেই আল কামাল শেখ নামে এক আসামিও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

এ পর্যন্ত মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মেহেরাজ ইসলাম, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন, মো. হৃদয় মিয়াজী, আল কামাল শেখ এবং মাহাথির হাসান।

হত্যাকাণ্ডটি ঘটে গত ১৯ এপ্রিল বিকেলে, বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে। দেশি অস্ত্রে সজ্জিত একদল যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল এবং তাঁর বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও জড়িতদের বিস্তারিত পরিচয় বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে উঠে আসা এই স্বীকারোক্তি মামলার গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে পুলিশ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আধাঘণ্টার ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরের আকাশে আধাঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। উভয় দুর্ঘটনায় সব ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা...

বরিশালে গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড

বরিশালের এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় চার জনকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা প্রদান করেছেন আদালত। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী...

Related Articles

পটুয়াখালীতে ধর্ষণ মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা

পটুয়াখালীতে ধর্ষণ মামলার সাক্ষী হওয়ায় মফিজুল মৃধা (৩৮) নামে স্থানীয় বিএনপি নেতাকে...

পদ্মা নদীতে ভেসে উঠল যুবকের মরদেহ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে ভেসে আসা লিটন (৩০) নামে এক যুবকের...

হবিগঞ্জে দুই শিশুর ঝগড়া নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই শিশুর তুচ্ছ ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে...

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজশাহীর একটি আমবাগান থেকে নিখোঁজ গৃহবধূ মাসুদা পারভীন ইভার (২৫) মরদেহ উদ্ধার...