রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীর পাকস্থলীত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক যাত্রীর নাম মো. পান্নু হাওলাদার (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।
শনিবার (১ নভেম্বর) রাতের দিকে কক্সবাজার থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-142 ফ্লাইট অবতরণের পর, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী গেটের সামনের রাস্তা থেকে পান্নুকে আটক করা হয়।
এপিবিএন জানায়, পান্নু হাওলাদার পাকস্থলীর ভেতরে ৬,৩৭৮ পিস ইয়াবা সুকৌশলে বহন করছিলেন। বিমানবন্দর পুলিশের হাতে আটক হওয়ার পর তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি প্রাথমিকভাবে বিষয়টি স্বীকার করেন।
পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষা করা হলে পাকস্থলীতে অসংখ্য ডিম্বাকৃতি প্যাকেট শনাক্ত করা হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে ১৩৬টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে কসটেপ মোড়ানো ইয়াবা ছিল। প্যাকেটগুলো খোলার পর মোট ৬,৩৭৮ পিস ইয়াবা পাওয়া গেছে।
এপিবিএন-এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীতে এত বিপুল পরিমাণ ইয়াবা বহন সত্যিই বিস্ময়কর ঘটনা। এটি যাত্রীর পরিকল্পিত মাদক পাচারের উদ্দেশ্য স্পষ্ট করে।”
বিমানবন্দর থানা পুলিশ জানায়, পান্নু হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান, এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এপিবিএন ও বিমানবন্দর পুলিশ সতর্ক করে বলেছেন, যেকোনো ধরনের মাদকপাচারের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
Leave a comment