Home জাতীয় বিমানবন্দরে প্রবাসীদের অর্থ চুরির দায়ে দুইজন আটক
জাতীয়

বিমানবন্দরে প্রবাসীদের অর্থ চুরির দায়ে দুইজন আটক

Share
Share

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের অর্থ ও মালামাল চুরি করে পালানোর অভিযোগে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তিরা হলেন শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪)।
এপিবিএন জানায়, ১৭ জানুয়ারি কাতার থেকে QR640 ফ্লাইটে বাংলাদেশে আসেন প্রবাসী মানিক খান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কৌশলে তার ব্যাগ হাতিয়ে নেওয়া হয়, যেখানে ৩৭০০ রিয়াল ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। একইভাবে ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে BS362 ফ্লাইটে আসা পাবনার বাসিন্দা আরিফ প্রামাণিকের ব্যাগও চুরি হয়, যাতে ৪৭৩৫ রিয়াল ছিল।
প্রথম ঘটনায় সিসিটিভি ফুটেজ না থাকলেও দ্বিতীয় ঘটনার পর তদন্ত শুরু করে এপিবিএন। বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, দুই ব্যক্তি মুখে মাস্ক পরে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এতে তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হলেও সন্দেহভাজনদের গতিবিধি নজরে আসে।
সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চারদিন নজরদারি চালিয়ে বিমানবন্দরের কাছেই সন্দেহজনকভাবে অবস্থানকালে শাহদুজ্জামান ও নিজামকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করে। ভুক্তভোগী দুই যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিমানবন্দরস্থ ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীদের চুরি হওয়া ব্যাগ, অর্থ ও অন্যান্য মালামাল ফিরিয়ে দেওয়া হয়। টাকা ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আরিফ প্রামাণিক। তিনি বলেন, চার দিন পর আমার সবকিছু উদ্ধার হবে, তা ভাবতেই পারিনি। এপিবিএনকে ধন্যবাদ জানাই।
অন্যদিকে, মানিক খান বলেন, আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম। পুলিশের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, বিমানবন্দরে প্রতারক ও পকেটমার চক্র সক্রিয় থাকে। তাদের শনাক্ত ও দমনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এপিবিএনের এই অভিযানে প্রবাসী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

বাগেরহাট পৌর যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতা আজিম ভূঁইয়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে।...

মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বাম জোটের ক্ষোভ

রাজধানীতে সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বাম গণতান্ত্রিক জোট। তাঁরা একে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা আখ্যা দিয়ে...

Related Articles

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন...

ধর্ষকদের ফাঁসির দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

ধর্ষণের মামলায় ফাঁসির সাজা নির্ধারণসহ নারী ও শিশু নির্যাতন রোধে পাঁচ দফা...

কাহালুতে খাবার দেওয়ার কথা বলে ২ শিশুকে ধর্ষণ

বগুড়ার কাহালুতে খাবার দেওয়ার কথা বলে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের...

বরিশালে শিশু ধর্ষণের আসামি গণপিটুনিতে নিহত

বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৫...