Home জাতীয় বিমানবন্দরে প্রবাসীদের অর্থ চুরির দায়ে দুইজন আটক
জাতীয়

বিমানবন্দরে প্রবাসীদের অর্থ চুরির দায়ে দুইজন আটক

Share
Share

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের অর্থ ও মালামাল চুরি করে পালানোর অভিযোগে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তিরা হলেন শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪)।
এপিবিএন জানায়, ১৭ জানুয়ারি কাতার থেকে QR640 ফ্লাইটে বাংলাদেশে আসেন প্রবাসী মানিক খান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কৌশলে তার ব্যাগ হাতিয়ে নেওয়া হয়, যেখানে ৩৭০০ রিয়াল ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। একইভাবে ৭ ফেব্রুয়ারি জেদ্দা থেকে BS362 ফ্লাইটে আসা পাবনার বাসিন্দা আরিফ প্রামাণিকের ব্যাগও চুরি হয়, যাতে ৪৭৩৫ রিয়াল ছিল।
প্রথম ঘটনায় সিসিটিভি ফুটেজ না থাকলেও দ্বিতীয় ঘটনার পর তদন্ত শুরু করে এপিবিএন। বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, দুই ব্যক্তি মুখে মাস্ক পরে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এতে তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হলেও সন্দেহভাজনদের গতিবিধি নজরে আসে।
সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চারদিন নজরদারি চালিয়ে বিমানবন্দরের কাছেই সন্দেহজনকভাবে অবস্থানকালে শাহদুজ্জামান ও নিজামকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করে। ভুক্তভোগী দুই যাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিমানবন্দরস্থ ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীদের চুরি হওয়া ব্যাগ, অর্থ ও অন্যান্য মালামাল ফিরিয়ে দেওয়া হয়। টাকা ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আরিফ প্রামাণিক। তিনি বলেন, চার দিন পর আমার সবকিছু উদ্ধার হবে, তা ভাবতেই পারিনি। এপিবিএনকে ধন্যবাদ জানাই।
অন্যদিকে, মানিক খান বলেন, আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম। পুলিশের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, বিমানবন্দরে প্রতারক ও পকেটমার চক্র সক্রিয় থাকে। তাদের শনাক্ত ও দমনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এপিবিএনের এই অভিযানে প্রবাসী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা , স্বামী আটক

সিরাজগঞ্জে পারিবারিক বিবাদে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের হাতে আটক হন। রোববার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে সিরাজগঞ্জ...

ঢাকায় জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৪ আগস্ট)...

Related Articles

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ব্রেক ফেল করে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল ব্যবসায়ী নিহত...

নওগাঁয় অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন

নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে...

গাজীপুরে আগুনে পুড়ে ছাই ঝুট গোডাউন ও ৮ দোকান, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গোডাউন, ৮টি মুদি দোকান ও...

কুয়াকাটায় সৈকতে ফের ভেসে এলো অজ্ঞাত মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চর ধূলাসার এলাকার ভাঙ্গা পয়েন্ট থেকে অজ্ঞাত এক...