সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন এলাকায় বেড়ানোর জন্য বিনা মূল্যে নৌকা না পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের বিরুদ্ধে।
শনিবার দুপুরে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে ১০ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। এ সময় নৌকা চলাচল বন্ধ রেখে প্রতিবাদ জানান মাঝিরা ও সহকারী কমিশনার কার্যালয়ের কর্মচারীরা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। তবে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ করেছেন এবং সমাধান হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারী জাবেদ আহমেদ বলেন, ওই পুলিশ কর্মকর্তা বিনা মূল্যে নৌকা চাইলে তিনি ইউএনওকে অবহিত করার নিয়মের কথা জানান। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ কর্মকর্তা তাকে চড়থাপ্পড় মারেন এবং পরে একটি নৌকা নিয়ে সাদাপাথর চলে যান।
কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত জানান, সাদাপাথরে নৌকা চলাচলের জন্য নির্ধারিত ভাড়া ৮০০ টাকা, যার মধ্যে মাঝি ও উপজেলা প্রশাসনের খাস কালেকশনের ফি অন্তর্ভুক্ত। সরকারি কোনো কর্মকর্তা নৌকা নিতে চাইলে ইউএনওকে জানানো নিয়ম।
Leave a comment