Home আন্তর্জাতিক বিএসএফের রাবার বুলেটে ভারতীয় নিহত।
আন্তর্জাতিক

বিএসএফের রাবার বুলেটে ভারতীয় নিহত।

Share
Share

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের রাবার বুলেটে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার গোরকমন্ডল সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গোরকমন্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। এ ছাড়া বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি।

সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয় ০৩ এপ্রিল সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত।পতাকা বৈঠকে বিজিবির পক্ষে গোরকমন্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটলিয়নের অধীন ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। পতাকা বৈঠকের পর সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহত ভারতীয় চোরাকারবারীর মরদেহ নিয়ে যায় বিএসএফ।

নিহতের নাম জাহানুর আলম (২৪)। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেল, বিজিবির তথ্য মতে।

সীমান্তবাসীরা জানান, বৃহস্পতিবার ভোরে একদল ভারতীয় চোরাকারবারী ওই সীমান্ত দিয়ে চোরাই মাল নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে। এ সময় ভারতীয় ভারবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে ভারতীয় চোরাকারবারী দলের জাহানুর রাবার বুলেটের স্প্রিন্টবিদ্ধ হয়ে পাশের একটি জলাশয়ে পড়ে যান। পরে জাহানুরের মরদেহ উদ্ধার করে বিএসএফ। এ সময় গোলাগুলির শব্দে গোটা সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। লে. কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ভোরের দিকে একদল ভারতীয় চোরাকারবারী টহলরত বিএসএফ পোস্টে হামলা চালায়। তখন আত্নরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট ছুড়লে এক ভারতীয় নিহত হয়। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই। তারপরও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৯৯৯–এ ফোন পেয়ে মিরপুরের ফ্ল্যাট থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের একটি ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মাশরুর রহমান।...

রাজশাহীর বাগমারায় চায়ের দোকানে ছুরিকাঘাতে যুবক নিহত, ৬ পুলিশ আহত

রাজশাহীর বাগমারায় এক হৃদয়বিদারক ঘটনায় চায়ের দোকানে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় উত্তেজিত জনতা অভিযুক্ত তরুণকে পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা করে।...

Related Articles

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘জিহাদের’ আহ্বান

১৭ মাস ধরে অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিক্রিয়া...

হাডার্সফিল্ডে ১৬ বছরের কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, এক যুবক অভিযুক্ত

হাডার্সফিল্ড শহরে ১৬ বছর বয়সী এক কিশোরকে গলা কেটে হত্যার ঘটনায় ২০...

লিঙ্কনশায়ারের হলিডে পার্কে কারাভ্যানে আগুনে পিতা ও কন্যার মৃত্যু

লিঙ্কনশায়ারের ইনগোলমেলস এলাকায় গোল্ডেন বিচ হলিডে পার্কে একটি কারাভ্যানে আগুন লাগার ঘটনায়...

ট্রাম্পের শুল্ক-নীতি নিয়ে স্টারমারের দ্বৈত কৌশল

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন শুল্ক ঘোষণার মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে...