Home আন্তর্জাতিক বিএসএফের রাবার বুলেটে ভারতীয় নিহত।
আন্তর্জাতিক

বিএসএফের রাবার বুলেটে ভারতীয় নিহত।

Share
Share

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের রাবার বুলেটে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার গোরকমন্ডল সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গোরকমন্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। এ ছাড়া বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি।

সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয় ০৩ এপ্রিল সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত।পতাকা বৈঠকে বিজিবির পক্ষে গোরকমন্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটলিয়নের অধীন ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। পতাকা বৈঠকের পর সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহত ভারতীয় চোরাকারবারীর মরদেহ নিয়ে যায় বিএসএফ।

নিহতের নাম জাহানুর আলম (২৪)। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেল, বিজিবির তথ্য মতে।

সীমান্তবাসীরা জানান, বৃহস্পতিবার ভোরে একদল ভারতীয় চোরাকারবারী ওই সীমান্ত দিয়ে চোরাই মাল নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে। এ সময় ভারতীয় ভারবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে ভারতীয় চোরাকারবারী দলের জাহানুর রাবার বুলেটের স্প্রিন্টবিদ্ধ হয়ে পাশের একটি জলাশয়ে পড়ে যান। পরে জাহানুরের মরদেহ উদ্ধার করে বিএসএফ। এ সময় গোলাগুলির শব্দে গোটা সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। লে. কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ভোরের দিকে একদল ভারতীয় চোরাকারবারী টহলরত বিএসএফ পোস্টে হামলা চালায়। তখন আত্নরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট ছুড়লে এক ভারতীয় নিহত হয়। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই। তারপরও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজনৈতিক আশ্রয় ছাড়া হত্যাকাণ্ড ঘটছে না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

রাজধানীর শাহবাগে আজ শনিবার সকালে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ করেছে, দেশের প্রতিটি হত্যাকাণ্ড, হামলা ও মামলার পেছনে রাজনৈতিক আশ্রয় রয়েছে।...

বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছু না পেয়ে কাঠমান্ডু গেল উড়োজাহাজ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে বোমা থাকার ভুয়া হুমকিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শুক্রবার বিকেলে। নিরাপত্তার স্বার্থে...

Related Articles

আজারবাইজানে সিরিয়া-ইসরায়েল কর্মকর্তার গোপন বৈঠক

দীর্ঘ শত্রুতার ইতিহাস পেছনে ফেলে প্রথমবারের মতো আজারবাইজানের রাজধানী বাকুতে মুখোমুখি বসেছিলেন...

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের আন্দোলন শুরু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির...

ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে কলম্বিয়ায় জরুরি সম্মেলনে বাংলাদেশ

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদে এবং ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে...

আবার হামলা না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্র যদি ইরানে আর কোনো হামলা না চালানোর বিষয়ে সুস্পষ্ট নিশ্চয়তা দেয়,...