সিলেটে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপি না থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে না, বিএনপি দুর্বল হলে বাংলাদেশ দুর্বল হবে।” তিনি দাবি করেন, বিএনপির জন্ম না হলে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হত না, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হত না এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটত না।
সোমবার বিকেলে সিলেট নগরীর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সালাহউদ্দিন আরও বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী যে কেউ বিএনপির সদস্য হতে পারেন। এই দেশের প্রতিটি ধূলিকণায় বিএনপির অস্তিত্ব মিশে আছে।”
আওয়ামী লীগের প্রতি কটাক্ষ করে তিনি বলেন, “বিএনপির কি এমন দুরবস্থা হয়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য নিতে হবে? যাদের ডিএনএতেই গণতন্ত্র নেই, তাদেরকে কীভাবে বিএনপির সদস্য হওয়ার আহ্বান জানানো যায়?” তিনি বলেন, “আওয়ামী লীগ ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী দল, যাদের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। তারা এখনও নিজেদের অপকর্মের জন্য অনুশোচনা করে না বরং আন্দোলনকারীদের ‘দুষ্কৃতকারী’ বলছে।”
বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরে বলেন, “আমরা বিশ্বাস করি, একদিন ফ্যাসিবাদের পতন হবেই। যারা জনগণকে হত্যা ও গুম করেছে, তাদের বিচার হবেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ এবং সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ এম. রাসেদুজ্জামান মিল্লাত, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, এম.এ মালিক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও শাম্মী আক্তার প্রমুখ।
রাসেদুজ্জামান মিল্লাত বলেন, “১৮ বছর বয়স হয়েছে কিন্তু কোনো রাজনৈতিক দলে যুক্ত নন—এমন ব্যক্তিরাই আমাদের দলের নতুন সদস্য হতে পারেন, যদি তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন।”
অনুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিলেট জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা নুরুল হক। সূচনা বক্তব্য দেন বিএনপির দপ্তর সম্পাদক তারিকুল আলম তেনজিন ও স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বক্তারা বলেন, বিএনপির এই কর্মসূচি দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নতুন গতি সঞ্চার করবে।
Leave a comment