জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পৌর যুবলীগের আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম দলবল নিয়ে উপস্থিত হন। তার এই উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
গত মঙ্গলবার বিকেলে বকশীগঞ্জের খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে ১৬ বছর পর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন নজরুল ইসলামের বড় ভাই, উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর। ভাইয়ের পক্ষে শক্তি প্রদর্শন করতেই নজরুল ইসলাম তার অনুসারীদের নিয়ে সেখানে হাজির হন বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নজরুল ইসলাম হলুদ পাঞ্জাবি ও সাদা পায়জামা পরে মাঠের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছেন এবং তার চারপাশে ২০-৩০ জন অনুসারী রয়েছেন।
বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একপর্যায়ে নজরুল ইসলাম সম্মেলনস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ভাই মানিক সওদাগর বলেন, “সে একসময় যুবদলের নেতা ছিল, পরে যুবলীগে যোগ দেয়। কিন্তু বিএনপির দুর্দিনে আমাদের সহযোগিতা করেছে।”
দলীয় সূত্র জানায়, নজরুল ইসলাম একসময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের মাধ্যমে যুবলীগে যোগ দেন এবং ২০১৬ সালে পৌর যুবলীগের আহ্বায়ক হন। পরে তিনি বকশীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং এলাকায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন।
বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্মেলন শেষ হয়েছে। তবে নতুন কমিটি এখনো ঘোষণা করা হয়নি।
Leave a comment