চট্টগ্রাম পলোগ্রাউন্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত তারুণ্যের সমাবেশে আজ শনিবার উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিকেল ৫টা ৪২ মিনিটে সমাবেশের মঞ্চে তামিম ইকবালকে দেখা মাত্রই উৎসাহী জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। পুরো পলোগ্রাউন্ড ময়দানজুড়ে গর্জে ওঠে—“তামিম! তামিম!”—ধ্বনি।
তামিম শুধু উপস্থিতই ছিলেন না, তিনি বক্তব্যও দিয়েছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে চট্টগ্রামের খেলাধুলার অতীত গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় ও স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে রাজনৈতিক অঙ্গনের সঙ্গে চলমান সংলাপের ইঙ্গিত। বলেন, “আমরা এমনভাবে পরিশ্রম করব যাতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারি। আজ থেকে ১০-২০ বছর আগে যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করত চট্টগ্রাম, আমরা আবার ওই জায়গায় ফিরে যাব।”
বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তামিমকে মঞ্চে স্বাগত জানান এবং প্রথম সারিতে বসার ব্যবস্থা করেন। তামিম তাঁর বক্তব্যে জানান, বিএনপি নেতাদের সঙ্গে চট্টগ্রামের খেলাধুলা নিয়ে তাঁর নিয়মিত আলোচনা হয় এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় চলে। তিনি বলেন, “আমি নিশ্চিত, তাঁরা যখন সুযোগ পাবেন সর্বোচ্চ চেষ্টা করবেন চট্টগ্রামকে এগিয়ে নিতে। সেটা যে ধরনের খেলাধুলাই হোক না কেন।”
বক্তব্য শেষে নিজের শারীরিক অবস্থা নিয়ে বলেন, “আজ আপনাদের ভালোবাসা পেয়ে খুশি। আপনারা জানেন আমি অসুস্থ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। বেশি কথা বলা উচিত নয়।”
তামিমের এ উপস্থিতি ও বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ধারণা করছেন, তিনি কি বিএনপিতে যোগ দিচ্ছেন, না কি ভবিষ্যতে নির্বাচনে অংশ নেবেন কিংবা ক্রীড়া সংগঠক হিসেবে বিএনপির ঘনিষ্ঠ কোনও ভূমিকায় আসছেন? তাঁর আজকের পদচারণাকে ঘিরে রাজনীতির গুঞ্জন ইতোমধ্যে জোরালো হতে শুরু করেছে।
চট্টগ্রামের মাঠে একজন সফল ক্রিকেট তারকার সরাসরি রাজনৈতিক মঞ্চে ওঠা এবং বক্তব্য দেওয়া এ অঞ্চলের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
Leave a comment